রিনেল চাকমার কিছু কবিতা--প্রথম প্রেম

Published: 19 Nov 2016   Saturday   

প্রথম প্রেম

--রিনেল চাকমা


কবিতার প্রেম কখনো আমাকে আকৃষ্ট করেনি
কখনো কবিতাকে ভালোবাসি বলে মনে হয়নি ।
কবিতাকে ভেবে আপন মনে কথা বলিনি
স্বপ্ন দেখিনি কোনদিন ।
জানি সময়ের সাথে অনেক কিছুই বদলায়
তেমনি বদলে গেছি আমি !
আজ মনে হচ্ছে ভালবাসি কবিতাকে
তাকে ভাবলে প্রতিটি শিরায় শিহরণ জাগে ।
অনুভুতি গুলো অন্য রকম হয়
কবিতার ছন্দ,উপমা আমাকে স্বপ্ন দেখায় ।
মনের অনুভুতিগুলো বাড়িয়ে দেয় ভীষণ ভাবে
ঠিক যেন জীবনে প্রথম প্রেমের মত ।
০৬.০৩.২০১৫

 


স্বপ্নচারিণী

  --রিনেল চাকমা


ষোড়শ পেড়িয়ে মাত্র সতেরতে পদার্পন
স্বপ্নের কাছে নিজেকে করেছে সমর্পন ।
যেীবনের আপন বসন্ত
নানা রঙে সাজিয়ে হয়েছে সর্বশান্ত ।
ঘুড়ে বেড়ায় কল্পনার নীল আকাশে
বাস্তবে ফিরে স্বপ্ন ভঙ্গ হয় নিমিষে ।
কত কি !!!
কল্পনা করে আগামীর অপেক্ষায়
কখনো স্বপ্ন দেখে বধু হবার.......।
০৪.০৪.২০০৪

 

চাকমা কবিতা

স্ববন মিজে ওক

--রিনেল চাকমা


ভালক দুরদ-তুন ভাজি এজের
একটাল মানজ্যোর হিজেক
আমারে বাজ-অ আমারে বাজ-অ।
আগারেন্দি হালা দুমো উদের
রাঙাবেলর পহর আগাজচান
থাগদে থাগদে হালা অই গেল ।
আগাজত শোবোনুন উরোদন
চেঙ্গী মেওনী পানিঘান রাঙা অই লামি এজের ।
ফুরোমোন,আলুটিলা,যমচুগ.বরকলমোন তাজিন্দং
দেবাবো লগে তারাও গুজুরোদন ।
ঝাক ঝাক মানুষ হিজেক হারি হদন
নলামবো পিজেদি, উজো উজো..........।
বুরুদ গরি ঘুমোত্তুন উদি ভাবংগর স্ববনে হিদেলুং
বড়মাগংগর স্ববনান মিজে ওক ।

৩০.০৬.২০১৫

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত