রাঙামাটিতে উপজাতীয় ঠিকাদার সমবায় সমিতি লিমিটেড নামের ঠিকারদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ

Published: 18 Nov 2016   Friday   

সম্প্রতি রাঙামাটিতে উপজাতীয় ঠিকাদার সমবায় সমিতি লিমিটেড নামের একটি ঠিকাদারী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। সংগঠনটিতে দীপক বিকাশ চাকমাকে সভাপতি এবং উত্তম চাকমাকে সাধারন সম্সপাদক করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

 

উপজাতীয় ঠিকাদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক উত্তম চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, রাঙামাটিতে উপজাতীয় ঠিকাদার বিভিন্ন বিভাগের নির্মাণ কাজ পেলেও স্বল্প পূজির কারণে সম্পন্ন করতে পারেন না। অধিকাংশ উপজাতীয় ঠিকাদার কাজ পাওয়া সত্ত্বেও পূজির অভাবের কারণে এককভাবে কাজ চালাতে না পেরে স্বল্প লাভে অন্যের কাছে বিক্রি করতে বাধ্য হয়। এতে কাজের মানও বজায় রাখা যায় না।  ফলে প্রকৃত লাভজনক সংগঠন না থাকায় উপজাতীয় ঠিকাদারগণ বিচ্ছিন্নভাবে কাজ করে আসছেন।

 

প্রেস বার্তায় আরো বলা হয়, উপজাতীয় ঠিকাদার ও ব্যবসায়ী কল্যাণ সমিতি নামে একটি সংগঠন থাকলেও ঠিকাদারদের কল্যাণে কিছুই করতে পারছে না। এটি একটি সামাজিক ও অলাভজনক সংগঠন, কারণ এটি জেলা সমাজ সেবা কার্যালয় কর্তৃক নিবন্ধিত। এছাড়া সংগঠনের পূর্বেকার এমনকি বর্তমান কার্যকরী কমিটির আইনগত কোন বৈধতা নেই। এ অবস্থায় উপজাতীয় ঠিকাদারদের সংগঠিত করে সমবায় ভিত্তিক একটি প্রকৃত লাভজনক সংগঠন প্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তা উপলব্ধি করে ‘‘উপজাতীয় ঠিকাদার সমবায় সমিতি লিমিটেড’’ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করা হয়েছে। সমবায় সমিতির নং হচ্ছে রাঙ্গা– ১০৯। এই সংগঠনটি রাঙামাটির অন্যান্য সংশ্লিষ্ট সংগঠনসমূহের সাথে সমন্বয় রেখে কাজ করে যাবে এবং রাঙমাটির যে কোন উপজাতীয় ঠিকাদার গঠনতন্ত্র মানলে এ সমিতিতে সাধারণ সদস্য হিসাবে অন্তর্ভুক্তহতে পারবেন বলে প্রেস বার্তায় উল্লেখ করা হয়েছে।

 

নতুন এই সংগঠনের কমিটির অন্যান্য সদস্যরা হলেন,সহ-সভাপতি পার্থ প্রতীম তালুকদার (মিটুল,অর্থ সম্পাদক মিন্টু মারমা, সদস্য জ্যোতির্ময় চাকমা কেরল, অভয় প্রকাশ চাকমা, বিশ্বজিৎ চাকমা,সুখময় চাকমা,সুমতি বিকাশ দেওয়ান,মিসেস সাগরিকা চাকমা,ঝিনুক ত্রিপুরা ও অদ্যুৎ কান্তি চাকমা।     

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত