মহালছড়িতে রাস উৎসবে খাগড়াছড়ি জেলা পরিষদের অনুদান

Published: 14 Nov 2016   Monday   

মহালছড়িতে শ্রী শ্রী দক্ষিণা কালি মন্দির এ সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে রাস উৎসব উপলক্ষে ষোড়শ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞ রাস মহোৎসব শুরু হয়েছে। আগামী ১৬ নভেম্বর শেষ হবে এ রাস মহোৎসব।

 

এ উৎসব উপলক্ষে নির্মিত বিভিন্ন দেব দেবীর প্রতিমাগুলো দেখার জন্য সনাতন ধর্মাবলম্বী ও ত্রিপুরাদের পাশাপাশি মন্দির প্রাঙ্গনে ভীড় করছেন মুসলিম, চাকমা-মারমা সম্প্রদায়ের শিশু থেকে বৃদ্ধসহ সর্বস্তরের মানুষ।

 

পূজা উদযাপন কমিটির সভাপতি ও মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল বলেন, এ অনুষ্ঠান সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান হলেও গত অর্ধ শতাব্দী ধরেই রাস মেলায় সম্প্রীতির মেলা হিসেবেই পরিচিতি পেয়েছে।

 

এদিকে সোমবার খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী রাস মেলা পরিদর্শন করতে গিয়ে উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে ৫০ হাজার টাকার অনুদান তুলে দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত