ইউপিডিএফের ৬ নেতাকর্মীর মুক্তির দাবিতে পানছড়িতে বিক্ষোভ-সমাবেশ

Published: 14 Nov 2016   Monday   

ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সমস্বয়ক উজ্জল স্মৃতি চাকমাসহ ৬ নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে সোমবার পানছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক যুব ফোরাম ও পাহাড়ি ছাত্র পরিষদ পানছড়ি থানা শাখা।

 

গণতান্ত্রিক যুব ফোরাম পানছড়ি থানা শাখার দপ্তর সম্পাদক বুদ্ধিরাম ত্রিপুরার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, সমাবেশে বক্তব্য রাখেন, ইউপিডিএফের পানছড়ি উপজেলা সংগঠক নিরেট চাকমা, সাবেক ২ নং চেঙ্গী ইউপি চেয়ারম্যান অনিল চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরাম পানছড়ি থানা শাখার সাধারণ সম্পাদক মিন্টু চাকমা প্রমূখ। এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন ৪নং লতিবান ইউপি সাবেক চেয়ারম্যান কালাচান চাকমা। এর আগে পানছড়ি উপজেলা পুজগাং বাজারে এক মিছিল বের করা হয়।

 

বক্তারা ইউপিডিএফ কেন্দ্রীয় সদস্য উজ্জল স্মৃতি চাকমাসহ ৬ নেতাকর্মীদের আটকের তীব্র নিন্দা জানিয়ে অভিযোগ করে বলেন, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামে ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রাণালয়ের দমনমূলক ১১ নির্দেশনা জারি করে ইউপিডিএফ সহ তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর অন্যায়ভাবে ধরপাকড় অব্যাহত রেখেছে।

 

বক্তারা, অবিলম্বে আটককৃত উজ্জল স্মৃতি চাকমা,পিসিপি নেতা বিপুল চাকমাসহ আটককৃত সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত