ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর কেন্দ্রীয় কমিটির শীর্ষনেতা ও খাগড়াছড়ি জেলার সমন্বয়ক উজ্জল স্মৃতি চাকমাসহ ৬জনকে আটক করা হয়েছে।এসময় বিভিন্ন সামরিক উপকরন,সেনাবাহিনী পোশাক, ধারালো দা ও সাংগঠনিক কাগজপত্র উদ্বার করা হয়।
রোববার যৌথবাহিনীর সদস্যরা খাগড়াছড়ি জেলা সদরের পেরাছড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় বিভিন্ন সামরিক উপকরন,সেনাবাহিনী পোশাক, ধারালো দা ও সাংগঠনিক কাগজপত্র উদ্বার করা হয়।
জানা যায়, জেলা সদরের পেরাছড়া থেকে আনুমানিক এক কিলোমিটার ভেতরে গভীর জঙ্গলে একদল সশস্ত্র ব্যক্তি গোপন আস্তানায় অবস্থান করছে গোপণ সংবাদের ভিত্তিতে খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালায়। এসময় ইউপিডিএফের কেন্দ্রীয় শীর্ষনেতা উজ্জল স্মৃতি চাকমাসহ ৬জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন সামরিক উপকরন,সেনাবাহিনী পোশাক, ধারালো দা ও সাংগঠনিক কাগজপত্র উদ্বার করা হয়। আটককৃতদের নাম তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
এদিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় ইউপিডিএফের কেন্দ্রীয় সদস্য ও খাগড়াছড়ি জেলা সমন্বয়ক উজ্জ্বল স্মৃতি চাকমাসহ ৬ নেতা-কর্মীকে গ্রেফতার ও অনন্ত মাষ্টার পাড়ায় একটি বাসায় তালা ভেঙে তল্লাশি ও জিনিসপত্র লুটের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
প্রেস বার্তায় দাবী করা হয়, খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের গিরিফুল এলাকা থেকে কোন প্রকার ওয়ারেন্ট ছাড়াই অন্যায়ভাবে নেতা-কর্মী গ্রেফতারের ঘটনা ন্যাক্কারজনক।
অন্যায় ধরপাকড় ও দমন-পীড়ন চালিয়ে ইউপিডিএফের ন্যায়সঙ্গত আন্দোলন স্তব্দ করা যাবে না উল্লেখ করে প্রেস বার্তায় বলা হয়, গঠনলগ্ন থেকে ইউপিডিএফ পার্বত্য চট্টগ্রামের জনগণের ন্যায্য দাবি আদায়ের জন্য নানা ঘাত-প্রতিঘাত ও বাধা-বিপত্তি মোকাবিলা করে আন্দোলন চালিয়ে যাচ্ছে। কোন অপশক্তিই ইউপিডিএফের এই আন্দোলনকে দমিয়ে রাখতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। সরকার যদি জোরজবরদস্তি করে ন্যায়সঙ্গত আন্দোলন দমনের চেষ্টা চালায় তাহলে উদ্ভুত সকল পরিস্থিতির জন্য সরকারকেই দায়ী থাকতে হবে।
প্রেস বার্তায় ইউপিডিএফের নেতা অবিলম্বে উজ্জ্বল স্মৃতি চাকমাসহ গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি, অন্যায় ধরপাকড় ও আন্দোলন দমনের ষড়যন্ত্র বন্ধের দাবি জানানো হয়। অন্যথায় পার্বত্য চট্টগ্রামের জনগণকে সাথে নিয়ে ইউপিডিএফ কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করা হয় প্রেস বার্তায়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.