রাণীরহাটে অগ্নিকান্ডে অর্ধশতঘর,দোকান ও গুদাম পুড়ে ছাই

Published: 11 Nov 2016   Friday   

রাঙামাটির কাউখালী উপজেলার পাশ্ববর্তী রাণীর হাট বাজারে শুক্রবার দুপুরে এক ভয়াবহ অগ্নিকান্ডে অর্ধশতাধিক কাঁচা বসত ঘরসহ বেশকটি দোকান ও মালামালের গুদাম সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে ব্যাপক সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২০ লক্ষ টাকা বলে ধারনা।


খবর পেয়ে রাউজান ও রাঙ্গুনিয়া ফায়ার ষ্টেশন থেকে ২টি ফায়ার ইউনিটের গাড়ি গিয়ে আড়াই ঘন্টা চেষ্টার পর বেলা সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।


প্রত্যক্ষদশীরা জানান,দুপুরে রাণীর হাট বাজারের পেছনে কাঁচা ঘরে আগুন লাগে। এসময় বেশিরভাগ মানুষ জুমার নামাজের জন্য মসজিদে ছিলেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দীর্ঘ দেড় ঘন্টা স্থায়ী হয়। আগুনে চায়ের দোকান সহ অন্তত অর্ধশত কক্ষের কাঁচা ঘর পুড়ে যায়।


ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনায় পুরো রাণীর হাট বাজার আগুনের তান্ডব থেকে রক্ষা পায়।


রাঙামাটি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক গোলাম মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলটি রাঙামাটি জেলা সীমান্ত রাঙ্গুনিয়া এলাকায় হওয়ার কারণে রাঙ্গুনিয়া ও রাউজান ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণ করেছে। ফায়ার সার্ভিসের লোকজন খবর পাওয়ার সাথে সাথে আগুন নেভানো কাজে নামারয় অনেক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করা গেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত