দীঘিনালা বন বিহারে কঠিন চীবর দানোৎসব সমাপ্ত

Published: 11 Nov 2016   Friday   

খাগড়াছড়ির দীঘিনালা বন বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে। দুদিন ব্যাপী এ দানোৎসবে বিভিন্নস্থান থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা অংশ নেন।

 

দীঘিনালা বন বিহার মাঠে আয়োজিত ধর্মীয় সভায় ধর্মদেশনা  দেন বন ভান্তের অন্যতম শিষ্য নন্দপাল মহাস্থবির। এছাড়া ধর্ম দেশনা দেন শোভাবর্ধন মহাস্থবির প্রমূখ। বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা, বোয়ালখালী (সদর) ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা।

 

এর আগে সকালে বুদ্ধ পুঁজা, সংঘ দান, অষ্টপরিস্কার দানসহ বিভিন্ন ধর্মীয় কার্য সম্পাদন করা হয়। সন্ধ্যায় প্রজ্জ্বলন করা হয় হাজার প্রদীপ ও উড়ানো হয় আকাশ প্রদীপ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত