কাপ্তাইয়ে অবৈধভাবে মদ এবং গাজা রাখার অপরাধে এক ব্যক্তিকে এক বছরের কারাদন্ড

Published: 08 Nov 2016   Tuesday   

কাপ্তাইয়ে অবৈধভাবে মদ এবং গাজা ঘরে রাখার অপরাধে হানিফউল্লাহ(৪৪) নামে একজনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেছেন।


কাপ্তাই থানা পুলিশ সুত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কাপ্তাই ফাঁড়ির আই সি কামরুল হাসানের নেত্বত্বে একদল পুলিশ কাপ্তাই প্রজেক্ট এলাকার ই ব্লকে হানিফউল্লাহর ঘরে সোমবার রাতে অভিযান চালায়। এ সময় তার ঘরে প্রচুর পরিমাণ চোলাই মদ এবং গাজা উদ্ধার করা হয়।তাৎক্ষনিক ভাবে হানিফউল্লাহকে গ্রেফতার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলমের দপ্তরে নিয়ে আসা হয়।

 

নির্বাহী কর্মকর্তা ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ধারায় অপরাধীকে ১ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন।


কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এই অভিযান অব্যাহত থাকবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত