নারী উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে হিমাওয়ান্টিকে এক লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে।
সোমবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়াম্যান কক্ষে পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা বেসরকারী উন্নয়ন সংস্থা হিমাওয়ান্তির নির্বাহী পরিচালক নারী নেত্রী টুকু তালুকদারের হাতে এ অর্থ সহায়তার চেক তুলে দেন। এ সময় পরিষদের সদস্য সবির কুমার চাকমা ও রেমলিয়ানা পাংখোয়াসহ হিমাওয়ান্তির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.