বাঘাইছড়িতে গণতান্ত্রিক যুব ফোরামের পঞ্চম কাউন্সিল অনুষ্ঠিত

Published: 23 Jan 2015   Friday   

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার শুক্রবার ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরাম উপজেলা শাখার পঞ্চম কাউন্সিল ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলের মাধ্যমে সভাপতি পদে অঙ্গদ চাকমা, সাধারন সম্পাদক পদে জ্যেতিময় চাকমা এবং শিবু রঞ্জর চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ৪৪ সদস্য উপজেলা শাখার কার্যকারী কমিটি নির্বাচিত করা হয়।

উপজেলার রুপকারী উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথি উপ¯িহত ছিলেন বাঘাইছড়ি উপজেলার ইউপিডিএফ সমন্নয়ক সমর শান্তি চাকমা। গণতান্ত্রিক যুব ফোরামের নেতা চিক্কো ধন চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক জিকো ত্রিপুরা। বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরাম বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারন সম্পাদক জ্যেতিময় চাকমা, পাহাড়ী ছাত্রপরিষদ নেতা সোহেল চাকমা, হিলইউমেন্স ফেডারেশন নেত্রী অবনিতা চাকমা সাংগঠনিক সম্পাদক, গণতান্ত্রিক যুব ফোরাম সাজেক শাখার সভাপতি সুপন চাকমা সভাপতি, পাহাড়ী ছাত্রপরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাধারন সম্পাদক রতন কৃতি চাকমা, মারিশ্যা ইউপি মেম্বার দীপংকর চাকমা, আলোক বিকাশ চাকমা, নিরাময় চাকমা, মুক্তাসোনা চাকমা, জ্ঞানজীব চাকমা। অনুষ্ঠান চঞ্চলনা করেন অঙ্গদ চাকমা। অনুষ্ঠানের শুরুতে নিহতদের স্মরনে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ পার্বত্য চট্রগ্রামে ভুমি বেদখল বন্ধসহ পাহাড়ী আধিবাসীদের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী করায় সরকারের তীব্র সমালোচনা করেন। বক্তারা সরকারকে হুশিয়ারি উচ্চরন করে বলেন জুম্ম দিয়ে জুম্ম ধংসের নীতি পরিহার করে পুর্নস্বায়ত্বশাসন মেনে নেওয়ারসহ সন্তু লারমাকে আঞ্চলিক পরিষদ থেকে পদত্যাগ করে ঐক্যবদ্ধ আন্দোলনের আহবান করেন।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত