গুইমারায় তিন ইউপি’র নির্বাচন: আওয়ামীলীগ-২ এবং স্বতন্ত্র ১

Published: 01 Nov 2016   Tuesday   

খাগড়াছড়ির জেলার নবগঠিত গুইমারা উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত দুই ও আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত স্বতন্ত্র প্রার্থী একটি ইউনিয়নে চেয়ারম্যান বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।


বেসরকারীভাবে প্রাপ্ত তথ্য মতে,গুইমারা সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেমং মারমা ৩ হাজার ৬’শ ৭১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম স্বতন্ত্র প্রার্থী নির্মল নারায়ন ত্রিপুরা পেয়েছেন ২ হজার ৫’শ ৪৯ ভোট। হাফছড়ি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী প্রার্থী চাইথোয়াই চৌধুরী ৩ হাজার ৫’শ ৩১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাটিত হয়েছে। তার নিকটতম প্রার্থী ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী উশ্যেপ্র“ মারমা পেয়েছেন ৩ হাজার ৩’শ ৩৭ ভোট।


এছাড়া সিন্দুকছড়ি ইউনিয়নের ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী রেদাক মারমা ১ হাজার ৯’শ ৯১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুইনু প্র“ চৌধুরী মারমা পেয়েছেন ১ হাজার ৩’শ ৪৩ ভোট।


এদিকে বেসরকারীভাবে নব-নির্বাচিত হাফছড়ি ও গুইমারা ইউপি’র চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী এবং মেমং মারমাকে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সা: সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক মংসুইপ্র“ চৌধুরী অপু এবং জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা পৃথক পৃথক বার্তায় অভিনন্দন জানিয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত