রেড ক্রিসেন্ট সোসাইটি’র চেয়ারম্যান মঙ্গলবার রাঙামাটিতে আসছেন

Published: 31 Oct 2016   Monday   

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার মঙ্গলবার রাঙামাটি সফরে আসছেন। তিনি রাঙামাটিতে অবস্থানকালে কোসেক (ইকোনোমিক সিকিউরিটি) প্রকল্পের শুভ উদ্ধোধন ও প্রকল্পের নির্বাচিত ১৯৭ জন সুবিধাভোগীর মধ্যে অর্থ সহায়তার চেক বিতরণের কথা রয়েছে।


রেড ক্রিসেন্ট সোসাইটি’র রাঙামাটি ইউনিটের পাঠানো এক প্রেস বার্তায় বলা হয়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার মঙ্গলবার রাঙামাটি সফর করবেন। বুধবার তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলায়তনে রেড ক্রিসেন্ট সোসাইটি’র রাঙামাটি জেলা ইউনিটের বাস্তবায়নাধীন ইকোসেক (ইকোনোমিক সিকিউরিটি) প্রকল্পের উদ্ধোধন ও এ প্রকল্পের নির্বাচিত ১৯৭ জন সুবিধাভোগীর মাঝে অর্থ সহায়তার চেক বিতরণ করবেন।


বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান আগমন উপলক্ষে রড ক্রিসেন্ট সোসাইটির রাঙামাটি জেলা ইউনিটে আয়োজিত কর্মসূচীতে ইউনিটের সকল আজীবন সদস্য ও যুব রেড ক্রিসেন্ট সদস্যদের কে উপস্থিত থাকার জন্য ইউনিট কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

 

জানা যায়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার গেল ২০১৫ সালের ২০০৮ এপ্রিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।


সোসাইটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহনের পূর্র্বে তিনি দীর্ঘদিন সোসাইটির ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সিলেট-৫ আসনের সংসদ সদস্য সহ পূবালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবেও দায়িত্বও পালন করেন। তিনি একদিকে যেমন ব্যবসায়ি, তেমনি বিভিন্ন মানবিক ও শিক্ষামূলক কর্মকান্ডের সাথেও জড়িত।

 

সিলেট জেলায় তার প্রত্যক্ষ অবদানে প্রতিষ্ঠিত মানবিক ও শিক্ষামূলক প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে , হাফিজ মজুমদার এডুকেশনাল ট্রাস্ট, হাফসা মজুমদার গার্লস/মহিলা কলেজ, ওয়াজেদ আলী মজুমদার মাধ্যমিক বিদ্যালয়, সাজ্জাদ মজুমদার বিদ্যা নিকেতন, এমদাদ মজুমদার বিদ্যা নিকেতন, হাফিজ মজুমদার ট্রাস্ট, স্কলার্স হোম ইত্যাদি। উল্লেখিত প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠাতার পাশাপাশি তিনি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাদান প্রোগ্রাম( ইউসিইপি) এবং হাফিজ মজুমদার সিলেট কারিগরি উচ্চ বিদ্যালয় ও টেকনিকেল কলেজের অন্যতম ডোনার।

 

এছাড়া তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য এবং গুলশান ক্লাব ও বাংলাদেশ হার্ট ফাউন্ডেশনেরও সদস্য। ব্যবসায়িক কর্মকান্ডের মধ্যে তিনি হবিগঞ্জের বৃন্দাবন চা বাগান, বিউটি গার্মেন্টস লিঃ, রূপান্তর লিঃ এবং বিচিত্রা লিঃ নামক প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তার অবদান রেখে আসছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত