গুইমারা উপজেলা সদর ইউনিয়ন,হাফছড়ি,সিন্ধুকছড়ি ই্উপি নির্বাচনে আচরণ বিধি লংঙ্ঘনের অভিযোগ চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রোববার সকালে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এ জারিমানা করেন।
জানা যায়, আচরন বিধি লংঙ্ঘন করে দেয়ালে দেয়ালে পোষ্টার লাগানো, শো ডাউন, মোটর সাইকেল শোভাযাত্রা গণসংযোগসহ নির্বাচনী আচরণ বিধি অমান্য করায় গুইমারা উপজেলা সদর ইউনিয়ন,হাফছড়ি,সিন্ধুকছড়িসহ তিন ইউনিয়নের ১০ চেয়ারম্যান প্রার্থী ও ১’শ মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বারকে ৫ হাজার টাকা করে মোট ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
নির্বাচন অফিস সূত্র জানায়, নির্বাচনী আচরণ বহিভূতভাবে কর্মকান্ড ও বিধি লংঙ্ঘন করায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে ভ্রাম্যমান্য আদালত এ জরিমানা করেন। প্রার্থীদের সর্তক করতে প্রথম বারের মত জরিমানা কম করে করা হয়েছে। বিধি লংঘনে সর্তক না মানলে পরবর্তী সময়ে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে ।
উল্লেখ্য,আগামী ৩১ অক্টোবর গুইমারা উপজেলা সদর ইউনিয়ন,হাফছড়ি,সিন্ধুকছড়ি ই্উপি নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। এই তিনটি ইউনিয়নে সীমানা জটিলা সংক্রান্ত সমস্যা সমাধানের পর এ নির্বাচন হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.