চট্টগ্রাম ২৪পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার শুক্রবার বাঘাইছড়ির দুরছড়ি বাজারে অগ্নিকান্ডে ঘটনাস্থল পরিদর্শন ও ক্ষতি গ্রস্থদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছেন।
শুক্রবার সকালের দিকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দুরছড়ি বাজার পরিদর্শন কালে চট্টগ্রাম ২৪পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার অগ্নিদুর্গত এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্থদের খোঁজ খবর নেন।
পরে তিনি ক্ষতিগ্রস্থ ২শ ৫০পরিবারের মাঝে ১০কেজি করে চাউল এবং তৈল,লবন, পেয়াজ, আলুসহ প্রায় দুই লক্ষ টাকা মুল্যের ত্রাণ বিতরণ করেন।
এসময় খাগড়াছড়ি ২০৩ পদাতিক বিগ্রেডের বিগ্রেড কমান্ডার এসএম মাহাবুব উল আলম, লংগদু সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল আব্দুল আলীম চৌধুরী, রাজনগর বিজিবি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল তারেক বেনজীর আহম্মেদ, লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর গোলাম আজমসহ সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, লংগদু জোনের উদ্যোগে অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্থদেরকে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে। এছাড়া অগ্নিকান্ডের দিনে সেনা বাহিনীর উদ্যোগে ক্ষতিগ্রস্থ লোকজনদের নিকট রান্না করা খবার বিতরণ করেছেন।
চট্টগ্রাম ২৪পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার ত্রান বিতরণকালে ক্ষতিগ্রস্থদের উদ্দেশ্যে বলেন, অগ্নিদূর্ঘটনা যাতে বার বার না ঘটে তার জন্য পরিকল্পনা নিতে হবে। সেই পরিকল্পনা অনুযায়ী স্থাপনা তৈরী করা হলে ও জন সচেতন থাকলে ক্ষয়-ক্ষতির পরিমাণ অনেক কম হবে। তিনি তার পক্ষে থেকে যতটুকু সম্ভব সব ধরণের সহযোগীতা দেওয়ার আশ্বাস দেন।
উল্লেখ্য, গেল বৃহষ্পতিবার দুরছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ২৮০ টি ছোট বড় দোকান পুড়ে যায়। এতে ২৫০ পরিবার ক্ষতিগ্রস্থ হয়। এতে ২ জন অগ্নিদগ্ধ হন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.