বুদ্ধের অহিংস নীতি অনুসরণ করে শান্তি ও সাম্প্র্রদায়িক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে হবে-খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার

Published: 19 Oct 2016   Wednesday   

খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেড়িয়ার জেনারেল স.ম মাহবুব উল আলম,এইচজিপি, পিএসসি বলেছেন, বুদ্ধের অহিংস নীতি অনুসরণ ও প্রতিপালনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম এলাকায় সামাজিক শান্তি ও সাম্প্র্রদায়িক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে হবে।

 

তিনি  আরো বলেন, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে। তাই আমাদেরকে সকল অশুভ সা¤প্রদায়িক শক্তির বিরুদ্ধে সন্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে মানবতাবাদী দেশ প্রেমিক সকল মানুষের ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে ।

 

বুধবার বিকেলে  খাগড়াছড়ি জেলা সদরের কল্যানপুর মৈত্রী বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

কল্যানপুর মৈত্রী বৌদ্ধ বিহার প্রাঙ্গনে আয়োজিত সভায় পার্বত্যাঞ্চলের প্রবীন ধর্মীয় গুরু শ্রীমৎ চাইন্দাছড়া মহাস্থবির এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, সেনা বাহিনীর সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল হাসান, পুলিশ সুপার মোঃ মজিদ আলী।

 

অনুষ্ঠানে প্রধান ধর্মদেশক হিসেবে বক্তব্যে রাখেন বাংলাদেশ সংঘরাজ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সাধারন সম্পাদক ভদন্ত এস লোকজিৎ থের ,অন্যান্যদের মধ্যে ধর্মদেশনা প্রদান করেন পার্বত্য বৌদ্ধ ভিক্ষু সংঘের সভাপতি ভদন্ত অগ্রজ্যোতি মহাস্থবির,আদর্শ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ নন্দ প্রিয় স্থবির ও মৈত্রী বৌদ্ধ বিহারের  অধ্যক্ষ জ্ঞানোলোক ভিক্ষু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য বিহার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জীতেন বড়ুয়া।

 

সন্ধ্যায় হাজার বাতি প্রজ্বলন,আকাশ প্রদীপ ও ফানুস বাতি উত্তোলন করা হয়।এ ছাড়া বৌদ্ধ যুব সংঘের উদ্যেগে অনুষ্ঠিত হয় এক বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত