খাগড়াছড়িতে প্রবরণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উপলক্ষে আলোচনা সভা

Published: 19 Oct 2016   Wednesday   

বৌদ্ধদের প্রবরণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার খাগড়াছড়ির বৌদ্ধ যুব সংঘ কর্তৃক আয়োজিত সদর উপজেলায় কল্যাণপুর মৈত্রী বৌদ্ধ বিহার প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরা।  বৌদ্ধ যুব সংঘের সভাপতি সম্বুমিত্র বড়–য়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ির পুলিশ লাইনের রিজার্ভ অফিসার সুদুল কান্তি বড়–য়া। বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরা, খাগড়াছড়ির পুলিশ লাইনের রিজার্ভ অফিসার সুদুল কান্তি বড়–য়া ও খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া প্রমূখ।

 

প্রধান অতিথির বক্তব্যে খগেশ্বর ত্রিপুরা বলেন, দেশরত্ম প্রধানমন্ত্রীর ধর্ম নিরপেক্ষতার কারনে দেশের প্রতিটি সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্ম সুন্দরভাবে পালন করতে পারছে। আর খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরার ধর্ম নিরপেক্ষতার কারনে খাগড়াছড়ির মানুষও স্ব স্ব ধর্ম অত্যন্ত সুন্দরভাবে পালন করছেন। অনুষ্ঠানে তিনি দশ হাজার টাকার অনুদান দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত