রোববার রাঙামাটি শহরের মৈত্রী বিহারে নানান ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্নিমা উদযাপিত হয়েছে।
শহরের মৈত্রী বিহার প্রাঙ্গনে প্রাবরণা পূর্নিমা উপলক্ষে আলোচনা সভায় ধর্মীয় দেশনা দেন মৈত্রী বিহারের অধ্যক্ষ শ্রীমৎ পূর্নজ্যোতি মহাথের, বিশিষ্ট ত্রিপিটক বিশারদ পঞ দ্বীপ মহাস্থবির ও শীলানন্দ মহাস্থবির। এসময় সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, মৈত্রী বিহার পরিচালনা কমিটির সভাপতি দেবী প্রসাদ দেওয়ান, সাধারন সম্পাদক পূর্ন বিকাশ দেওয়ান প্রমুখ। এ ধর্মীয় অনুষ্ঠানে শত শত বৌদ্ধ ধমালম্বীর নারী-পুরুষ অংশ নেন।
এর আগে বুদ্ধ পতাকা উত্তোলন, ভিক্ষু সংঘের পিন্ডদান ও প্রাতঃরাশ, বুদ্ধ পূজাসহ নানাবিদ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকালে প্রদ্বীপ প্রজ্জ্বালন করা হয়।
সভায় বৌদ্ধ ধর্মীয় গুরুরা এই প্রাবরণা পূর্নিমার মধ্য দিয়ে সকল প্রকার লোভ, হিংসা,মোহ সংঘাতসহ যাবতীয় খারাপ কাজ পরিহার করে সৎ পথে চলতে ও মৈত্রীপূর্ন মনোভাব নিয়ে একে অপরে সুখে-শান্তিতে বসবাস করার হিতোপদেশ প্রদান করেন। পাশাপাশি অষ্টাঙ্গিক মার্গ শীল সমাধি প্রজ্ঞা পালন করে দুঃখ থেকে মুক্তির লাভের উপদেশ দেন ধর্মীয় গুরুরা।
উল্লেখ্য, বৌদ্ধ ধর্মীয় গুরুরা তিন মাস বর্ষাবাসের শেষে এ প্রবারণা পূর্নিমা উদযাপন করা হয়ে থাকে। এর পর থেকে দীর্ঘ এক মাসব্যাপী বিভিন্ন বৌদ্ধ বিহারে উদযাপিত হয় প্রধান ধর্মীয় উৎসব শুভ কঠিন চীবর দান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.