রাঙামাটি আসামবস্তি বুদ্ধান্কুর বৌদ্ধ বিহারে প্রবারণা পূর্নিমা ও কঠিন চীবর দানোৎসব

Published: 16 Oct 2016   Sunday   

ধর্মীয় নানা আচার অনুষ্ঠানে মধ্যদিয়ে রোববার রাঙামাটি শহরের আসামবস্তী বুদ্ধাংকুর বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শুভ প্রবারণা ও ১৭ তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে।

 

বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার ও রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ স্ংস্থা দু’দিনব্যাপী এ উৎসবের শেষ দিনে ধর্মীয় সভায় সভাপতিত্ব করেন পার্বত্য ভিক্ষু সংঘের রাঙামাটি পৌর কমিটির সভাপতি ভদন্ত শ্রদ্ধালংকার মহাথেরো।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

বক্তব্যে রাখেন রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থার সভাপতি ডা. সুপ্রিয় বড়ুয়া ও সাধারণ সম্পাদক উদয়ন বড়–য়া। ধর্মদেশনা শেষে ভিক্ষুসংঘকে চীবর দান করা হয়। অনুষ্ঠানে শত শত বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশগ্রহণ করেন। সন্ধ্যা ৬টায় ফানুস বাতি উড্ডয়ন, মঙ্গল প্রদীপ প্রজ্জালন ও বৌদ্ধ কীর্ত্তন অনুষ্ঠিত হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত