খাগড়াছড়িতে সেনাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধের ঘটনায় ইউপিডিএফ জড়িত নয়

Published: 15 Oct 2016   Saturday   

খাগড়াছড়ির কমলছড়ি ইউনিয়নের কুতুকছড়ি শুক্রবার সেনাবাহিনীর সাথে ইউপিডিএফের বন্দুক যুদ্ধে একজন নিহত ও অস্ত্র উদ্ধার হওয়ার ঘটনায়  সত্য নয় বলে দাবী করেছে ইউপিডিএফ।

 

শনিবার ইউপিডিএফ প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমার  স্বাক্ষরিত এক  প্রেস বার্তায় দাবী করা হয়, ইউপিডিএফ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, কাজেই সেনাবাহিনীর সাথে ইউপিডিএফের বন্দুক যুদ্ধের প্রশ্নই আসে না। মূলতঃ ইউপিডিএফ-এর ভাবমূর্তি ক্ষুন্ন করা ও ভূমি পুনরুদ্ধারের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার হীন উদ্দেশ্যে এ ধরনের বন্দুক যুদ্ধের নাটক মঞ্চস্থ করা হয়েছে।  ইউপিডিএফ-কে জড়িয়ে মিথ্যা প্রচারণাক্লে ইউপিডিএফের বিরুদ্ধে সুগভীর ষড়যন্ত্রেরই অংশ।

 

প্রেস বার্তায় এ ধরনের অপপ্রচারণায় বিভ্রান্ত না হয়ে ইউপিডিএফের নেতৃত্বে ভূমি পুনরুদ্ধারের আইনী লড়াইকে একটি উচ্চতর রাজনৈতিক সংগ্রামে উন্নীত করার আহ্বান  জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত