খাগড়াছড়িতে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত

Published: 15 Oct 2016   Saturday   

খাগড়াছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে শনিবার বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত হয়েছে।

 

শিল্পকলা একডেমী মিলানায়তনে বিশ্ব গ্রামীণ নারী দিবস কমিটির আযোজনে আলোচনা সভায়  প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য শতরুপা চাকমা। বিশেষ অতিথি ছিলেন দিঘীনালা উপজেলা ভাইস চেয়ারম্যান গোপাদেবী চাকমা, সুইশে চাকমা, জাবারাং নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, নারী নেত্রী নমিতা চাকমা, খাগড়াছড়ি মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা এবং টিআইবি-সনাক খাগড়াছড়ি এরিয়া ম্যানেজার-সিই মোহাম্মদ তৌহিদুল ইসলাম প্রমূখ। 

 

এর আগে  খাগড়াছড়ি  শহরের মুক্ত মঞ্চ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হযে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে  র‌্যালীটি শিল্পকলা একডেমীতে গিয়ে শেষ হয়।

 

সভায় বক্তারা বলেন, চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দিয়েছে সমাজের কোনো স্তরেই নারী আজ নিরাপদ নয়। নারী নির্যাতনের ঘটনা এদেশে নতুন কোনো ঘটনা নয়। দেখা যায় সমাজ-সংসার-কর্মক্ষেত্র থেকে শুরু করে প্রতিটি জায়গায় নারীকে কোনো না কোনোভাবে নির্যাতন ও হয়রানির শিকার হতে হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত