১৯ অক্টোবর রাঙামাটি ও বান্দরবানে এবং ২০ অক্টোবর খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে

Published: 14 Oct 2016   Friday   

বৌদ্ধ ধর্মালম্বীদের প্রাবরণা পূর্নিমা উদযাপনের লক্ষে পূর্ব ঘোষিত ১৬ অক্টোবরের পরিবর্তে আগামী ১৯ অক্টোবর(বুধবার) রাঙামাটি ও বান্দরবানে এবং আগামী ২০ অক্টোবর(বৃস্পতিবার) খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষনা দিয়েছে পার্বত্য গণ পরিষদসহ ৫ বাঙালী সংগঠন।


সংশোধিত পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংসদে পাস, খাগড়াছড়ির আলুটিলা পর্যটন জোন প্রকল্প বাতিলের প্রতিবাদে ও বান্দরবানের পার্বত্য গণ পরিষদ নেতা আতিকুর রহমানের মুক্তির দাবীতে এ হরতাল ডাকা হয়।


শুক্রবার রাতে বিভিন্ন গণমাধ্যমে পাঠানো পার্বত্য গণ পরিষদের মহাসচিব এ্যাডভোকেট আলম খানের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, আজ শুক্রবার ঢাকায় পার্বত্য গণ পরিষদের অস্থায়ী কার্যালয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পার্বত্য গণ পরিষদের চেয়ারম্যান আলকাছ আল মামুন ভূইঁয়া।

 

সভায় সংশোধিত পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংসদে পাস ও খাগড়াছড়ির আলুটিলা পর্যটন জোন প্রকল্প বাতিলের প্রতিবাদে ও বান্দরবানের পার্বত্য গণ পরিষদ নেতা আতিকুর রহমানের মুক্তির দাবীতে আগামী ১৬ অক্টোবর তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষনা দেওয়া হয়।

 

কিন্তু ১৬ অক্টোবর বৌদ্ধ ধর্মালম্বীদের প্রাবরনা পূর্নিমা উদযাপনের লক্ষে পূর্ব ঘোষিত হরতালের পরিবর্তে আগামী ১৯ অক্টোবর রাঙামাটি ও বান্দরবানে এবং আগামী ২০ অক্টোবর খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


উল্লেখ্য, একই দাবীতে পার্বত্য গণ পরিষদসহ ৫বাঙালী সংগঠনের ডাকে গেল বৃহস্পতিবার তিন পার্বত্য জেলায়(রাঙামাটি,খাগড়াছড়ি,বান্দরবান) সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত