রাঙামাটিতে গুর্খা সম্প্রদায়ের টিকা লাগাউনে উৎসব পালন

Published: 11 Oct 2016   Tuesday   

মঙ্গলবার রাঙামাটিতে বসবাসরত গুর্খা সম্প্রদায়ের টিকা লাগাউনে উৎসব উদযাপিত হয়েছে। শারদীয় দূর্গাপূজা বিজয়া দশমীর অঞ্জলী প্রদান শেষে প্রতি বছর গুর্খা সম্প্রদায়ের লোকজনেরা প্রতিটি বাড়িতে এই উৎসব উদযাপন করা হয়ে থাকে।

 

শহরের তবলছড়িস্থ জেল রোডের সুন নিকেতন ভবনে আয়োজিত উৎসবের উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন রাঙামাটি আসনের সাংসদ ঊষাতন তালুকদার। রাঙামাটি সুর নিকেতন প্রতিষ্ঠাতা মনোজ বাহাদুর গুর্খা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ,রাঙামাটিপ্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, জুম ঈসথেটিকস কাউন্সিলের (জাক) সভাপতি এ্যাডভোকেট মিহির বরণ চাকমা, লেখক ও গবেষক শিশির চাকমা।

 

এর আগে মোমবাতি  জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন ঊষাতন তালুকদার এমপি। পরে তিনি গুর্খা সম্প্রদায়ের মানুষদের কপালে টিকা লাগানোর মাধ্যমে এই উৎসবের সুচনা করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে ঊষাতন তালুকদার এমপি বলেন, আদিকাল থেকে পার্বত্য চট্টগ্রাম বসবাসরত আদিবাসী গুর্খা সম্প্রদায়ের লোকজন শারদীয় দূর্গা উৎসেব এই টিকা লাগাউনে উৎসব পালন করে আসছেন।

 

তিনি এ উৎসবের মাধ্যমে সম্প্রীতি-ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহাদ্য উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত