বাঘাইছড়িতে আকস্মিক বন্যায় পানি বন্দি দুই শতাধিক পরিবার

Published: 03 Oct 2016   Monday   

কাপ্তাই হ্রদের পানি অস্বাভাবিক বৃদ্ধি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারনে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় আকস্মিক বন্যা  দেখা দিয়েছে। এতে দুই শতাধিক পরিবার পানি বন্দি হয়ে পড়েছেন এবং ২০ হেক্টর  রোপা আমন ধান পানিতে তলিয়ে  গেছে। 

 

জানা  গেছে, ভারী বর্ষনের কারণে ও উজান  থেকে নেমে আসা পাাড়ি ঢলের কারণে বাঘাইছড়ি পৌরসভার ৪ নং ওয়াড মাদ্রাসা পাড়া আলী কাউন্সিলর এলাকায় ২০ পরিবারের ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে এবং ৭০ পরিবারের মত পানি বন্দি হয়ে পড়েছেন। এছাড়া উপজেলার এফ ব্লক , জিওয়ান ব্লক, বটতলী কাদের মেম্বার পাড়া পৌরসভার ৭নং ওয়াড কাউন্সিলর নুরমিয়া এলাকায় পানি বন্দি হয়ে পড়েছেন শতাধিক পরিবার। বাঘাইছড়ি ইউনিয়নের পূর্বলাল্যাঘোনা এলাকার জমরি মেম্বার ওর্য়াডে ৩০ পানি বন্দি হয়ে পড়েছেন।

 

বাঘাইছড়ি উপজেলা কৃষি কর্মকতা মোঃ আল ইমরান জানিয়েছেন,  ইতোমধ্যে ৩০ হেক্টর রোপা আমন ধান পানিতে তলিয়ে গেছে । দ্ইু একদিনরে মধ্যে পানি না কমলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম জানান, তিনি দুই একটি এলাকা ঘুরে দেখেছেন। এতে অনেক পরিবার পানি বন্ধি হয়ে পড়েছেন ও  রোপা ধানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে  তিনি  জেলা প্রশাসককে সাথে আলাপ করবেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.   

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত