খাগড়াছড়ি বাজারে পৌর মেয়রের ঝটিকা অভিযান

Published: 02 Oct 2016   Sunday   

ভোক্তা অধিকার আইন (২০০৯) যথাযথ ভাবে অনুসরণ ও সম্মুনত রাখতে রোববার খাগড়াছড়ি বাজারের ঝটিকা অভিযান পরিচালনা করেছেন খাগড়াছড়ি পৌর মেয়র আলহাজ্ব মো: রফিকুল আলম।

 

মেয়র হঠাৎ মাছ,মুরগি ও মাংসের হাটে পাল্লায় মাপে ওজনে কম দেওয়া, যত্রতত্র ভাবে জায়গা দখল এবং ডিজিটাল মেশিন ব্যবহারের নির্দেশনা অমান্য করে শীল-পাল্লায় চম্বুক ব্যবহার করে গ্রাহকদের সাথে প্রতারণার বিষয়ে ব্যবসায়ীদের শর্তক করে দেন।

 

এ সময় অলিগলিতে ফুটপাত দখল উচ্ছেদ করে পরবর্তি সময়ে ওজনে কম দেওয়া ও ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াসহ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে বলে তিনি সাফ জানিয়ে দেন।

 

অভিযান পরিচালনাকালে খাগড়াছড়ি পৌর সভার কাউন্সিলর শাহ আলম, পরিমল, মংরে মারমা,মাসুমসহ পৌর সভার দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারী এতে অংশ নেয়। অভিযান কালে অবৈধ ভাবে রাস্তার পাশে থাকা বিভিন্ন জিনিসসহ অবৈধ শীল-পাল্লা জব্দ করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত