গুইমারার তিন ইউপি নির্বাচনের তফসিল ঘোষনা: ভোট গ্রহণ ৩১ অক্টোবর

Published: 26 Sep 2016   Monday   

খাগড়াছড়ির গুইমারা উপজেলার তিন ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসার নুরুল আলম এ বিষয়টি নিশ্চিত করেন।

 

নির্বাচন কমিশনের উপ-সচিব (নির্বাচন পরিচালনা-২) ফরহাদ আহম্মদ খাঁন স্বাক্ষরিত পত্র সূত্রে বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিস জানায়, গুইমারা সদর, হাফছড়ি ও সিন্ধুকছড়ির এ তিন ইউনিয়ন নিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩১ অক্টোবর।  এর মধ্যে  গুইমারার নতুন এ উপজেলায় ৩ ইউনিয়নে মনোয়নপত্র দাখিলের শেষ তারিখ ৬ অক্টোবর, বাছাই ৭ অক্টোবর,প্রার্থীতা প্রত্যাহারের ১৪ অক্টোবর এবং ভোট গ্রহণ ৩১ অক্টোবর (সোমবার) অনুষ্ঠিত হবে।

 

সূত্র আরো জানায়, গুইমারা উপজেলাধীন এই তিন ইউনিয়নের মধ্যে ভোটার সংখ্যা গুইমারা ইউনিয়নে ৯,৫৭২জন, সিন্ধুকছড়ি ইউনিয়নে ৪,৫৬৯ জন ও হাফছড়ি ইউনিয়নে ১৩,৬৪৪ জন রয়েছেন।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত