জগৎ জননী চাকমা আর নেই

Published: 23 Sep 2016   Friday   

খাগড়াছড়ি শহরের মিলনপুরের বাসিন্দা জগৎ জননী চাকমা (৬৬) কিডনী রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই সন্তান, তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

তাঁর স্বামী মায়াধন চাকমা বাংলাদেশ কাস্টমসের অবসরপ্রাপ্ত এপ্রাইজার। শুক্রবার বিকেল তিনটায় শহরের সম্মিলিত চাকমা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। এসময় প্রয়াতার আত্মার শান্তি কামনায় শত শত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

 

এদিকে তাঁর মৃত্যুতে শরণার্থী টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) যতীন্দ্র লাল ত্রিপুরা, সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো: রফিকুল আলম, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর জেলা সভাপতি ড. সুধীন কুমার চাকমা, বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত লেখক প্রভাংশু ত্রিপুরা এবং খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম পৃথক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত