রাঙামাটির নতুন জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানের দায়িত্ব গ্রহন

Published: 22 Sep 2016   Thursday   

রাঙামাটির নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহন করেছেন। বৃহস্পতিবার বিদায়ী জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিনের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে  এ দায়িত্ব বুঝে নেন।


দায়িত্বভার গ্রহনকালে নবাগত জেলা প্রশাসক রাঙামাটিতে জেলা প্রশাসক হিসেবে আসতে পেরে খুশি উল্লেখ করে বলেন, এখানকার শিল্প  ও সংস্কৃতি ভিন্ন। আমি চেষ্টা করবো সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে অসাম্প্রদায়িক রাঙামাটি গড়তে।


জেলা প্রশাসকের কক্ষে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান বিদায়ী জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন। এর পর আনুষ্ঠানিকভাবে বিদায়ী জেলা প্রশাসক নবাগত জেলা প্রশাসককে সরকারী নিয়ম অনুযায়ী দায়িত্বভাবর বুঝিয়ে দেন।


এসময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ আবু শাহেদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)মোঃ তানবির আজম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক, সুশীল সমাজ ও গণমাধ্যমের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বিদায়ী জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন সবাইয়ের দোয়া ও দীর্ঘায়ু কামনা করে বলেন, রাঙামাটির সকল স্তরের ব্যক্তিবর্গ তাকে যেভাবে সার্বিকভাবে সহযোগিতা করেছেন ঠিক তেমনি করে নতুন জেলা প্রশাসককে সেভাবে সহযোগিতা করার আহ্বান জানান।

 

এদিকে,দায়িত্ব হস্তান্তরের পর বিদায়ী জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানকে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে পরিচয় করিয়ে দেন। পরে বিদায়ী জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিনকে গণ্যমান্য ব্যক্তিবর্গ,জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে বিদায়ী শুভেচ্ছা জানান।  

 

এসময় তিনি  প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সাথে সৌজন্য সাক্ষাত করে গাড়ীতে উঠে নিজের নতুন কর্মস্থল চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন। এসময় অনেকে চোখের পানি ধরে রাখতে পারেননি তার বিদায়ের বেলায়।   

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত