প্রবল বর্ষনে রাঙামাটি কাপ্তাই হ্রদে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে পানির উচ্চতা রয়েছে ১০৫ দশমিক ২৭ এমএসএল(মেইন সি লেভেল)। পাশাপাশি কাপ্তাই জল বিদ্যুৎ প্রকল্পের ৪টি ইউনিট থেকে বর্তমানে ১৮২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।
কাপ্তাই জল বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের ব্যবস্থাপক মোঃ আব্দুর রহমান জানান, রাঙামাটির কাপ্তাই হ্রদের বর্তমানে পানির উচ্চতা রয়েছে ১০৫ দশমিক ২৭ এমএসএল(মেইন সি লেভেল)। রুল কার্ভ অনুযায়ী হ্রদের পানির উচ্চতা থাকা কথা ছিল ১০২ দশমিক ১১ এমএসএল। এ প্রকল্পের হ্রদের পানি সর্বোচ্চা ধারনা ক্ষমতা রয়েছে ১০৯ এমএসএল। ২৩০ মেগাওয়াট উৎপাদন সম্পন্ন কাপ্তাই জল বিদ্যুৎ প্রকল্পের ৫টি ইউনিটের মধ্যে ৪টি ইউনিট থেকে বর্তমানে ১৮২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।
উল্লেখ্য, পাকিস্তান শাসনামলে ১৯৬০ সালের দিকে পার্বত্য চট্টগ্রামে জল বিদ্যূৎ প্রকল্প স্থাপিত হয়। এ প্রকল্প স্থাপনের জন্য কর্নফূলী নদীর উপর বাঁধ দেয়ার ফলে ২৫৬ বর্গমাইল এলাকা জুড়ে বিশাল জলধারা সৃষ্টি হয় । মানব সৃষ্ট দক্ষিন-পুর্ব এশিয়ার সর্ববৃহৎ এ হ্রদ সৃষ্টির ফলে পার্বত্য এলাকায় ৫৪ হাজার কৃষি জমি পানিতে ডুবে যায়। যা চাষযোগ্য জমির প্রায় শতকরা ৪০ ভাগ ধান চাষের জন্য উক্ত জমিগুলো অন্যতম ছিল। এছাড়া এ বাঁধের কারণে সম্পত্তি ও ঘরবাড়ি ক্ষতি ছাড়াও এক লক্ষের বেশী লোকজন উদ্বাস্তুতে পরিণত হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.