সিম্বল অফ রাঙামাটি ঝুলন্ত সেতু পর্যটকদের জন্য চলাচল বন্ধ করে দিয়েছেন পর্যটন কর্তৃপক্ষ। কয়েক দিনের প্রবল বর্ষনে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে কাপ্তাই হ্রদের পানিরর উচ্চতা বাড়ার কারণে পর্যটনের ঝুলন্ত সেতুতে প্রায় এক ফুট পানিতে উঠায় রোববার বিকাল ৪টা থেকে ঝুলন্ত সেতু উপর দিয়ে চলাচল বন্ধ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ১৯৮৪ সালের দিকে পর্যটন কর্পোরেশন পর্যটকদের সুবিধার্থে ও বিনোদনের জন্য দুই পাহাড়ের মাঝখানে তৈরী করে আকর্ষনীয় ঝুলন্ত সেতু। এ ঝুলন্ত সেতুর পূর্বের দিকে তাকালে দেখা মিলে অপূর্ব স্বচ্ছ জলরাশিসহ নৈসর্গিক সবুজ পাহাড়। এ ঝুলন্ত সেতুটি রাঙামাটির সিম্বল হিসেবেও পরিচিত।
রাঙামাটি সরকারী পর্যটন কমপ্লেক্স সূত্রে জানা গেছে, কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধির কারণে আজ রোববার সকালের দিকে পর্যটনের ঝুলন্ত সেতুর পাতাতনে পানি উঠে যায়। এতে পর্যটকদের চলাচল নিরাপদ রাখতে এবং ঝুলন্ত সেতুর ঝুঁকি এড়াতে রোববার বিকাল ৪টা থেকে ঝুলন্ত সেতু উপর দিয়ে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিকে পর্যটন ঝুলন্ত সেতুর প্রায় এক ফুট পানি উঠায় বেড়াতে আসা অনেক পর্যটক আকর্ষনীয় ঝুলন্ত সেতুতে ভ্রমন করতে না পেরে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
রাঙামাটি সরকারী পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা সত্যতা স্বীকার করে জানিয়েছেন, ঝুলন্ত সেতুতে পানি উঠায় পর্যটনের উর্দ্ধতন কর্তৃপক্ষ ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে। এতে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে পর্যটকদের চলাচল নিরাপদ রাখতে এবং ঝুলন্ত সেতুর ঝুঁকি এড়াতে আজ রোববার বিকাল ৪টা থেকে ঝুলন্ত সেতু উপর দিয়ে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, হ্রদের পানির উচ্চতা কমে গেলে ঝুলন্ত সেতুর উপর দিয়ে চলাচলের জন্য খুলে দেওয়া হবে। আশা করছি আগামী কয়েক দিনের মধ্যে বৃষ্টিপাত না হলে হ্রদে পানির উচ্চতা কমে আসবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.