ঈদের ছুটিতে দার্জিলিং খ্যাত বান্দরবানে পর্যটকের উপছে পড়া ভিড়

Published: 16 Sep 2016   Friday   

 

ঈদের ছুটিতে লম্বা ছূটিতে বাংলাদেশের দার্জিলিং খ্যাত পার্বত্য বান্দরবানে পর্যটকদের ঢল নেমেছে। ছুটিতে যান্ত্রিক জীবনের একটু ক্লান্তি দুর করতে বিনোদনের খোঁজে হাজারও মানুষ ছুটে অসেন পাহাড় ঘেরা মনোরম প্রাকৃতিক লীলাভুমি বান্দরবান।

 

পর্যটন ব্যবসার সাথে সংশ্লিষ্টরা জানান,প্রতিবছরই ঈদের আগেরদিন থেকেই বান্দরবান শহরে হোটেল মোটেল আগাম বুকিং থাকে। এ বছরও কোরবানীর ঈদের লম্বাা ছুটির সুযোগে হোটেল মোটেল গুলোতে আশানুরূপ বুকিং ছিল এবং পর্যটকদের ভিড় বাড়ে ক্রমেই।


তাই এখন বান্দরবানের পর্যটন স্পট মেঘলায় ঝুলন্ত সেতু,নীলাচল,নীলগিরি মেঘলার চিড়িয়াখানা,রামজাদি,বগালেক,শৈল প্রভাত,নাফাখুমসহ বিভিন্ন স্পটে এখন পর্যটকদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে। দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকায় এবারের ঈদের টানা ছুটিতে পর্যটকদের পদ চারণায় জেলা শহর কার্যত মুখরিত হয়ে উঠেছে।


হোটেল মোটেল মালিক সমিতির সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, এবার ঈদে আগের দিন থেকেই বান্দরবানে পর্যটকরা আসতে শুরু করেছেন। তারা ভ্রমণে আসা পর্যটকদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে।

 

জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন,জেলা শহরের অদুরে মেঘলা পর্যটন কেন্দ্র ,নীলাচল ছাড়াও জেলায় প্রবেশ দ্বারের কাছে হলুদিয়া এলাকার পর্যটন কেন্দ প্রান্তিক লেককে সাজানো হয়েছে। অচিরেই চিম্বুক পর্যটন এলাকাকেও সাজানো হবে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

তিনি আরো বলেন, হোটেল মোটেল এবং গাড়ি ব্যবহারের ক্ষেত্রে যাতে করে অতিরিক্ত অর্থ ও ভাড়া আদায় না করা হয় সেই লক্ষ্যে বিশেষ টিম গঠন করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত