পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মঙ্গলবার জুরাছড়ি জোনের উদ্যোগে স্থানীয় সুধীজনের সাথে প্রীতিভোজের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জুরাছড়ি বনযোগীছড়া জোন অধিনায়ক লেপ্টেনেন কর্ণেল কাজী অবায়েদুল হক বলেছেন সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এলাকায় শান্তি পূর্ণ পরিবেশ বজায় রয়েছে। এই শান্তি পূর্ণ পরিবেশ অক্ষুন্ন রাখতে সকলকে একযোগে কাজ করতে হবে।
এ সময় জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা, বনযোগীছড়া জোনের উপ-অধিনায়ক মেজর সামিম সাইফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী দেওয়ান, হেডম্যান করুনা ময় চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, সাবেক ইউপি চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, সাংবাদিক সুমন্ত চাকমাসহ শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জোন অধিনায়ক লেপ্টেনেন কর্ণেল কাজী অবায়েদুল হক ও জোন উপ-অধিনায়ক মেজর সামিম সাইফসহ পদস্থ সেনা কর্মকর্তারা উপস্থিত সুধীজনের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
জোন অধিনায়ক লেপ্টেনেন কর্ণেল কাজী অবায়েদুল হক আরো বলেন, সকলের হাতে হাত মিলিয়ে শান্তিপূর্ণ পরিবেশে উন্নয়নের ধারা অব্যহত রাখতে হবে। সকল সমস্যা সম্মিলিত প্রচেষ্টায় সমাধানের পথ সৃষ্টিত করতে হবে। তাহলে এলাকায় সুষম উন্নয়ন ধারাবাহিকতা বজায় থাকবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.