রাঙামাটিতে তিন দিন ব্যাপী শিশুদের কর্ণার উপকরণ তৈরীর কমর্শালা বৃহস্পতিবার সমাপ্ত হয়েছে।
স্থানীয় একটি হোটেলে আয়োজিত সেভ দ্যা চিলড্রেন এর আর্থিক সহায়তায় আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র এর উদ্যোগে তিন দিনের কর্মশালা পরিচালনা করেন সেভ দ্যা চিলড্রেন এর সিনিয়র প্রজেক্ট অফিসার অনিতা রাণী সেন এবং উপজেলা প্রকল্প কমকর্তা অং সুই হ্লা মারমা।
কর্মশালায় শিশুদের জন্য পুতুল, মাছ, বল, মুখোশ, বল, বিভিন্ন চাট, নকশা, ব্লক, বিভিন্ন ধরনের সংখ্যা ও বর্ণমালা ইত্যাদি তৈরী করা হয়। এতে ১৫ জন্ শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, সেভ দ্য চিলড্রেন আর্থিক ও কারিগরি সহযোগিতা বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র রা্ঙ্গামাটি সদর উপজেলা ও কাউখালী উপজেলা ১৭ ডিসেম্বর ২০১৪ সালে প্রকল্প কার্যক্রম শুরু করে। ২০১৫ সাল থেকে রাঙ্গামাটি সদর উপজেলা চাকমা ভাষায় ৫টি এবং কাউখালী উপজেলায় মারমা ভাষা ১১টি এবং চাকমা ভাষায় ৩টি মোট ১৯টি মাতৃভাষা ভিত্তি প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্র চালু করে।
পাশাপাশি পার্শ্ববর্তী সরকারী বিদ্যালয়ের ১ম ও ২য় শ্রেণীর আদিবাসী শিক্ষাথীদের গুণগত শিক্ষা নিশ্চিত করার জন্য বিদ্যালয়ের পাঠ শেষে রাঙ্গামাটি সদর উপজেলায় ৬টি পাঠদান কেন্দ্র এবং কাউখালী উপজেলায় ১৩টি পাঠদান মোট ১৯টি পাঠদান কেন্দ্র চালু করে।২০১৬সালে কাউখালী উপজেলায় কাযক্রম সম্প্রসারণের আরো ৫টি কেন্দ্র চালুর উদ্দ্যোগ গ্রহণ করে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.