মঙ্গলবার রাঙামাটিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে নির্বাচিত নারী প্রতিনিধিদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটি উদ্যোগে সাবারাং রেস্টুরেন্ট প্রশিক্ষন কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সদস্য অঞ্জুলিকা খীসা। প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন টিআইবি’র চট্টগ্রাম ক্লাস্টারের প্রোগ্রাম ম্যানেজার আবুল কালাম মোহাম্মদ রেজাউল কবীর। কর্মশালায় সমাপনী বক্তব্য প্রদান করেন সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটির সহ সভাপতি অমলেন্দু হাওলাদার।
দিন ব্যাপী কর্মশালায় রাঙামাটি সদর উপজেলার ইউনিয়ন পরিষদে সংরক্ষিত আসনের নির্বাচিত নারী সদস্য এবং রাঙ্গামাটি পৌরসভার সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর সদস্যদের অংশগ্রহন করেন।
প্রশিক্ষণ কর্মশালায় পৌরসভা ও ইউনিয়ন পরিষদ পরিচালনায় নির্বাচিত নারী সদস্যদের দায়িত্ব ও কর্তব্য আলোচনা হয়। তাছাড়া নারী সদস্য হিসেবে দায়িত্ব পালনে সম্ভাব্য চ্যালেঞ্জসমূহ দলীয় আলোচনার মাধ্যমে চিহ্নিত করা হয়।
এছাড়া কর্মশালায় দলীয় আলোচনায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে নির্বাচিত নারী সদস্যদের ভূমিকা কি হতে পারে তা আলোচনা করা হয়।
অংশগ্রহণকারী সদস্যরা পরিষদের উন্নয়ন প্রকল্পের জন্য প্রকল্প চিহ্নিতকরণ, বাজেট প্রনয়ণ, প্রকল্প বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং প্রকল্পের কার্যক্রম শেষে তা জনগণের সামনে উপস্থাপন করার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে ভূমিকা রাখবেন বলে মতামত প্রদান করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.