মঙ্গলবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে একটি পাহাড় একটি খামার কর্মসূচীর উপকাভোগীদের প্রদর্শণী উপকরণ বিতরণ করা হয়েছে।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নাধীন একটি পাহাড় একটি খামার কর্মসূচী প্রকল্পের অধীনে ও জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের সহযোগীতায় কৃষি বিভাগের উপ-পরিচালকের কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি বিভাগের দায়িত্বপ্রাপ্ত জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা। এ সময় রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালাক রমনী কান্তি চাকমা, কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা কৃষ্ণ প্রসাদ মল্লিক ও কৃষি প্রকৌশলী দেবাশীষ চাকমা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সদর উপজেলার বিলাইছড়ি পাড়ার একটি পাহাড়ে বসবাসরত ৪টি পরিবারের মধ্যে প্রতিটি পরিবারকে ১২টি মুরগীর ছানা, ৪টি পিগ, ২টি ছাগল ছানা, ২ব্যাগ গবাদীপশুর খাবর ও ফলজ চারা বিতরণ করেন প্রধান অতিথি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা বলেন, কৃষিবান্ধব বর্তমান সরকারের আন্তরিকতায় এ জেলায় বসবাসরত মানুষের কৃষি ও আতœসামাজিক উন্নয়নে জেলা পরিষদ সবসময় কাজ করে যাচ্ছে। আগামীতেও এ উন্নয়ন অব্যাহত থাকবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.