রাঙামাটির সাপছড়ি ইউনিয়নের যৌথ খামার পাড়া এলাকায় গভীর নলকুপের পাইপ দিয়ে গ্যাসের আগুন জ্বলছে গেল দুদিন ধরে। এতে এলাকাবাসীদের মাঝে ব্যাপক কৌতুহল দেখা দিয়েছে।
এদিকে, খবর পেয়ে ইতোমধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শনের সময় তারা এ বিষয়টি পরীক্ষার জন্য পেট্রোবাংলাকে এবং খনিজ সম্পদ মন্ত্রনালয়কে জানাবেন বলে জানিয়েছেন।
জানা গেছে, রাঙামাটি শহর থেকে ২৫ কিলোমিটার দুরত্বে অবস্থিত সাপছড়ি ইউনিয়নের যৌথ খামার পাড়ার পাহাড়ের প্রায় ৪শ ফুট নিচে কিছু দিন আগে খাবার পানির সংকট নিরসনের জন্য রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে একটি গভীর নলকুপ স্থাপনের কাজ শুরু করা হয়। নলকুপ পাইপের কয়েকশ ফিট গভীরে যাওয়ার পর গ্যাস জাতীয় পদার্থ বের হয়ে আসতে শুরু করে। এছাড়া পাইপ দিয়ে লবনাক্ত পানিও বের হয়। এসময় নলকুপ স্থাপনের জন্য কাজ করতে যাওয়ায় শ্রমিকরা দিয়াশলাই কাঠি দিয়ে আগুন ধরানোর সাথে নলকুপের পাইপে মধ্যে আগুন জ্বলে উঠে। পরে ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক কৌতুলের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, নলকুপের পাইপে এখনো আগুন জ্বলছে। নির্গত এ গ্যাসের আগুন দিয়ে বর্তমানে অনেকেই রান্নার কাজেও ব্যবহার করছেন।
যৌথ খামার পাড়াবাসী টিটিশন চাকমা ও রুপায়ন চাকমাসহ অন্যান্যরা জানান,নলকুপ থেকে গ্যাস না নাকি অন্য কিছু বের হচ্ছে তা কর্তৃপক্ষের কাছে পরীক্ষা নিরীক্ষার দাবী জানিয়ে বলেছেন, এ ঘটনায় আমরা কিছুটা আতংকের মধ্যে রয়েছি।
এদিকে, এ ঘটনার খবর পেয়ে ইতোমধ্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন ও জেলা প্রশাসক সামসুল আরেফিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শনের সময় তারা জানিয়েছেন এ বিষয়টি পরীক্ষার জন্য পেট্রো বাংলা এবং খনিজ সম্পদ মন্ত্রনালয়কে জানানো হবে।
সাপছড়ি ইউনিয়নের ওয়ার্ড মেম্বার লিটন বড়ুয়া জানান, সাপছড়ি ইউনিয়নের যৌথ খামার পাড়া এলাকায় গভীর নলকুপ স্থাপনের সময় পাইপ দিয়ে লবনাক্ত পানি ও গ্যাস জাতীয় পদার্থ বের হচ্ছে। নলকুপের পাইপে মধ্যে আগুন দেওয়ার সাথে সাথে আগুন জ্বলে উঠছে। এ ঘটনা নিয়ে এলাকাবাসী আতংকগ্রস্থ রয়েছেন। এলাকায় গ্যাস রয়েছে কিনা পরীক্ষা-নিরীক্ষার জন্য সরকারের কাছে তিনি দাবী করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.