রাঙামাটির বরকল উপজেলা সদরের মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি ও দাখিল পরীক্ষা শুক্রবার কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শান্তিপুর্নভাবে শুরু হয়েছে।
এ বছর ৬টি উচ্চ বিদ্যালয় থেকে ফরম পুরণ করেছে ২শ ৯০জন। শুক্রবার বাংলা প্রথম পত্র পরীক্ষায় পরীক্ষার্থী উপস্থিত ছিল ২শ ৫০জন। পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রে ১৪৪ ধারা জারি করা হয়। কেন্দ্রের চারপাশে পুলিশ ও বিজিবির সদস্যরা র্সাবক্ষনিক টহল জোরদার ছিল। উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফারুক সুফিয়ান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুলতান আহম্মদ পরীক্ষায় সার্বক্ষনিক মনিটরিং করেছেন।
কেন্দ্র সুত্রে জানা যায়, বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের এবারের পরীক্ষার্থী ১শ ১০জন। সুবলং উচ্চ বিদ্যালয়ের ৩৬ জন। হাজাছড়া উচ্চ বিদ্যালয়ের ১৮জন। বিলছড়া উচ্চ বিদ্যালয়ের ৩৫জন। বরুণাছড়ি উচ্চ বিদ্যালয়ের ৫৩জন আর জুনোপহর উচ্চ বিদ্যালয়ের ৩৮ জন সহ ২শ ৯০ জন পরীক্ষাথী ফরম পুরণ করেছে।
পরীক্ষায় প্রথম দিন শান্তিপুর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে কেন্দ্র সচিব প্রভাত বিন্দু চাকমা জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.