চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক প্রিয় চট্টগ্রাম ও দৈনিক সাঙ্গু সম্পাদক ও প্রকাশক কবির হোসেন সিদ্দিকীর উপর সন্ত্রাসী হামলা ও অপহরণ চেষ্টার প্রতিবাদে মঙ্গলবার রাঙামাটিতে মানবন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা।
রাঙামাটি প্রেস ক্লাব চত্বরে সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানবন্ধন চলাকালে বক্তব্যে রাখেন দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ,রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ ও দৈনিক সাঙ্গু প্রতিনিধি মনসুর আহম্মেদ।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সময়ে কলম সৈনিকরা নিরাপত্তা হীনতায় ভুগছে। তাদের উপর সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালাচ্ছে। কারণ বর্তমান সরকারের আমলে মিডিয়ার স্বাধীনতা থাকার কারণে মিডিয়া কর্মীরা যখন এসব সন্ত্রাসীদের মুখোশ উন্মোচন করে দিচ্ছে তখনি বারবার কলম সৈনিকদের উপর হামলা হচ্ছে।
বক্তারা, অবিলম্বে সম্পাদক কবির হোসেন সিদ্দিকীর উপর হামলাকারীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
উল্লেখ্য, গেল ২০ আগষ্ট গভীর রাতে অফিস থেকে ফেরার পথে চট্টগ্রামের নবাব সিরাজউদ্দৌলা রোডে সাংবাদিক কবির হোসেন সিদ্দিকী উপর সন্ত্রাসী হামলার শিকার হন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.