ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সহযোগী সংগছন সচেতন নাগরিক কমিটির উদ্যোগে সোমবার রাঙামাটি শহরের রাজদ্বীপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রাজদ্বীপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হল রুমে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সহ সভাপতি অমলেন্দু হাওলাদার। টিআইবি’র রাঙামাটির এরিয়া ম্যনেজার মোহাম্মদ মাসুদুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজদ্বীপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি রূপায়ন দেওয়ান, সদস্য ভাগ্য চন্দ্র চাকমা এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। স্বাগত বক্তব্যে রাখেন সচেতন নাগরিক কমিটি (সনাক) এর শিক্ষা বিষয়ক উপকমিটির আহবায়ক নিরূপা দেওয়ান ।
সমাবেশ শেষে সমকালীন বিষয় নিয়ে দুর্নীতিবিরোধী ভিডিও নাটক প্রদর্শন করা হয়।সমাবেশে অবিভাবকরা ছাত্র ছাত্রীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং ছাত্র ছাত্রীদের পড়ালেখার প্রতি যতœবান হওয়ার জন্য অঙ্গীকার করেন । তাছাড়া বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের পড়ালেখার প্রতি মনোযোগী করার জন্য প্রতিদিন শ্রেণীকক্ষে যে সমস্ত বিষয় পড়ানো হবে এবং বাড়িতে কি কি বিষয় পড়বে তার জন্য শিক্ষকরা প্রত্যেক ছাত্র ছাত্রীর জন্য নোট বুকে লিখে দেবেন যাতে ছাত্র ছাত্রীরা সহজে তাদের বাড়িতে পড়ালেখার প্রতি মনোযোগী হতে পারে সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সমাবেশে বক্তারা সমাবেশে শ্রেণীকক্ষে শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করণে শিক্ষদের আরও দায়িত্বশীল হওয়ার জন্য আহ্বান জানান।
স্বাগত বক্তব্যে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর শিক্ষা বিষয়ক উপকমিটির আহবায়ক নিরূপা দেওয়ান বলেন দুর্নীতি শুধুমাত্র টাকার অংকে বিবেচনা করা হয়না, যদি কেই তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন না করে তাহলে তা দুর্নীতির আওতায় পড়ে।
তাই শিক্ষার সাথে সংশ্লিষ্ট সবাই যদি দায়িত্ব পালনে সচেতন হয় তাহলে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন হবে। তিনি আরও বলেন যদি শিক্ষক, অভিভাবক এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি সচেতন হয় এবং তাদের সমন্বয়ের মাধ্যমে বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন সম্ভব।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.