রাঙামাটির সাপছড়িতে পাহাড় ধ্বসে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক যোগাযোগ ৫ ঘন্টা বিচ্ছিন্ন

Published: 21 Aug 2016   Sunday   

ভারী বর্ষনের কারণে পাহাড় ধ্বসে পড়ায় রোববার রাঙামাটির সাপছড়ি এলাকায়  রাঙামাটি- চট্টগ্রাম সড়ক যোগাযোগ প্রায় ৫ ঘন্টা বিচ্ছিন্ন ছিল। তবে ফায়ার সার্ভিসের লোকজন রাঙামাটি- চট্টগ্রাম সড়কে ধ্বসে পড়া মাটি সরিয়ে ফেলায় পুনরায় সড়ক যোগাযোগ চালু হয়।

 

জানা যায়,ভারী বর্ষনের কারণে রোববার সকালের দিকে রাঙামাটি- চট্টগ্রাম সড়ক সাপছড়ি এলাকায় পাহাড় ধ্বসে পড়ে। এতে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের দুদিক দিক থেকে সকাল ৮ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত রাঙামাটি-চট্টগ্রাম সড়ক যোগাযোগ বন্ধ থাকে।  এতে দীর্ঘ ১ মাইল জুড়ে যানজটের সৃষ্টি হয়। সড়কের দুপাশে শত শত যাত্রী আটকা পড়েন। পরে রাঙামাটি ও চট্টগ্রামের ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা প্রায় ৫ ঘন্টা চেষ্টা চালিয়ে সড়ক থেকে মাটি অপসারণ করলে পুনরায় সড়ক যোগাযোগ চালু হয়।

 

এদিকে জুরাছড়ি উপজেলায় ভূমিধ্বসে ৩টি বসতবাড়ী বিধ্বস্ত হয়েছে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।

 

রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক গোলাম মোস্তফা জানান, টানা বৃষ্টিপাতের কারণে পাহাড় ধ্বসে পড়ায় রাঙামাটি-চট্টগ্রাম সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে ধ্বসে পড়া মাটি অপসারণ করেন। দীর্ঘ ৫ঘন্টা কাজ করার পর পুনরায় সড়ক  যোগাযোগ চালু হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত