তিন মাস মাছ শিকার বন্ধ থাকার পর রোববার মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ শিকারের জন্য উন্মুক্ত করে দেয়া হচ্ছে। গেল ১২ মে মধ্যরাত থেকে তিন মাসের জন্য কাপ্তাই হ্রদে মাছের সুষ্ঠু প্রজনন বংশ বৃদ্ধি, মজুদ এবং ভারসাম্য রক্ষার্থে সকল প্রকার মৎস্য আহরণ ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন।
জানা যায়, দক্ষিন এশিয়ার বৃহৎতম মানব সৃষ্ঠ হৃদ কাপ্তাই হ্রদের মাছের ওপর নির্ভরশীল প্রায় ২৩ হাজার জেলে রয়েছেন। রোববার মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ শিকারে নামতে যাবতীয় প্রস্তুতিও গ্রহন করেছেন জেলেরা। টানা তিন মাস পর্ষন্ত মাছ শিকার বন্ধের জেলেরা অনেকটা বেকার হয়ে পড়েছেন। হ্রদে আবারও মাছ শিকারে উন্মুক্ত করে দেওয়ায় কর্মচাঞ্চল্য ফিরে পাবেন বলে জেলেরা জানিয়েছেন।
বিএফডিসি’র রাঙামাটির ব্যবস্থাপক কমান্ডার মাইনুল ইসলাম জানান, কাপ্তাই হ্রদে তিন মাছ শিকার বন্ধ থাকার পর রোববার মধ্যরাত থেকে মাছ শিকারে সবাইয়ের জন্য উন্মুক্ত করা হবে। তিন মাস মাছ শিকার বন্ধ যথেষ্ট ছিল এবং হ্রদে যে সমস্ত পোনা ছাড়া হয়েছে এবং মা মাছ ডিম দিয়েছে সেগুলো এখন উপযুক্ত হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.