লামায় নিরাপত্তা চেয়ে এক সাংবাদকর্মীর থানায় জিডি

Published: 18 Aug 2016   Thursday   

লামায় নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ দায়ের(জিডি) করেছেন সংবাদকর্মী মো. সেলিম উদ্দিন(৩০)। তিনি আজিজনগর সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক ও বান্দরবান থেকে প্রকাশিত দৈনিক মৈত্রী পত্রিকার আজিজনগর প্রতিনিধি। 

 

দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, আজিজনগর ইউনিয়নের বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধ বালু উত্তোলন ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জায়গা জবরদখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করার বিষয়ে সংবাদ পরিবেশন করেন সাংবাদিক সেলিম। প্রকাশিত সংবাদে জের ধরে তাকে প্রাণনাশের হুমকিসহ গালিগালাজ ও খারাপ মন্তব্য করেন একই এলাকার বদিউল আলমের ছেলে এইচ.এম জাহাঙ্গীর ও মৃত ফজু মিয়ার ছেলে মীর আহাম্মদ।

 

অভিযোগে আরো জানা যায়, গেল ১৭ আগষ্ট বুধবার রাত ৯টায় আজিজনগর বাজারের ইসমাইলের মোবাইলের দোকানে বসেছিলেন সেলিম। সেখানে উপস্থিত হয়ে অভিযুক্ত দুজন সেলিমের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সেলিম অবস্থা বেগতিক দেখে দৌড়ে পালিয়ে গিয়ে নিশ্চিত হামলা থেকে রক্ষা পান। পরের দিন ১৮ আগষ্ট নিরাপত্তা চেয়ে সসেলিম লামা থানায় দুজনের বিরুদ্ধে অভিযোগ করেন।


এ ব্যাপারে অভিযুক্ত মীর আহাম্মদ জানান, আজিজনগরে তো আরো অনেক সাংবাদিক রয়েছেন তাদের সাথে কোন সমস্যা হয়ননি। এলাকার মানুষ কাজকর্ম করতে না পারলে কি করে চলবে ? সাধারন মানুষ জীবিকার প্রয়োজনে ঝিরি থেকে বালু তুলে আমরা ক্রয় করি। তিনি হুমকি দেওয়ার বিষয়টি অস্বীকার করেন।


লামা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন বলেন, বিষয়টি তদন্ত করতে এ.এস.আই অপু বড়ুয়াকে দায়িত্ব দেয়া হয়েছে। ঘটনার সত্যতা পেলে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত