জুরাছড়িতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সোলার বিতরণ

Published: 16 Aug 2016   Tuesday   

মঙ্গলবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে জুরাছড়ি উপজেলার ভূবন জয় সরকারী উচ্চ বিদ্যালয়ে সৌর প্যানেল বিতরণ করা হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ সৌর প্যানেল বিতরণ করেন পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা।  এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ পাটোয়ারী, ক্রীড়া শিক্ষক শান্তি ময় চাকমা, যুবলীগ নেতা অরবিন্দু চাকমা, ছাত্রলীগ নেতা রকি চাকমা  দৈনিক রাঙামাটির জুরাছড়ি সংবাদদাতা স্মৃতি বিন্দু চাকমা উপস্থিত ছিলেন।

 

বিতরণকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা বলেন, আওয়ামী লীগ সরকার বিভিন্ন উন্নয়নের পাশাপাশি পার্বত্য এলাকায় শিক্ষার প্রসারের কাজ চালিয়ে যাচ্ছে। পাহাড়ের একটি সুবিধাবাদী মহল এ উন্নয়নকে বাধাঁগ্রস্থ করতে বিভিন্ন ষরযন্ত্র করে চলেছে। তাদেরকে সামাজিকভাবে প্রতিরোধ করার আহ্বান করেন। 

 

তিনি আরো বলেন, পাহাড়ের শান্তি প্রতিষ্ঠার লক্ষে আওয়ামী লীগ সরকার পার্বত্য শান্তি চুক্তি করেছে। চুক্তির অধিকাংশ ধারা পর্যায় ক্রমে বাস্তবায়ন করছে সরকার। অথচ একটি সুবিধাবাদী মহল আওয়ামী লীগের দলীয় কার্যক্রমে বিভিন্ন ভাবে বাঁধা সৃষ্টি করছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত