আলীকদমে সরকারি কর্মকর্তাদের মাঝে ট্যাবলেট পিসি বিতরণ

Published: 05 Feb 2015   Thursday   

বৃহস্পতিবার বান্দরবানের আলীকদমে উপজেলায় সরকারী দপ্তরে কর্মরত কর্মকর্তাদের ট্যাবলেট পিসি বিতরণ করা হয়েছে।

 

উপজেলা পরিষদ সভাকক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল’র তত্বাবধানে বাস্তবায়নাধীন ‘ন্যাশনাল আইসিটি ইনফ্রা নেওয়ার্ক ফর বাংলাদেশ গভার্নমেন্ট ফেজ-২ (ইনফো সরকার) প্রকল্প’এর আওতায় ট্যাবলেট পিসি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোতাকাব্বীর আহমেদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাদের মধ্যে ট্যাবলেট পিসি বিতরণ কর্মসুচির অংশ হিসেবে উপজেলায় সরকারি কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে ট্যাবলেট পিসি বতরণ করা হয়।

 

সভায় উপজেলা নির্বাহী অফিসার মোতাকাব্বীর আহমেদ বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আন্তরিক। সরকারি প্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তি সুবিধার আওতায় আনতে কর্মকর্তাদের মাঝে ট্যাবলেট পিসি বিতরণ করা হচ্ছে। তিনি কর্মকর্তাদেরকে নীতিমালা অনুসরণ করে যথাযথভাবে ট্যাবলেট পিসির ব্যবহার ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত