কোকোর মৃত্যুতে রাঙামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বী বিএনপির নেতাকর্মীদের বিশেষ প্রার্থনা

Published: 27 Jan 2015   Tuesday   
কোকোর মৃত্যুতে রাঙামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বী বিএনপির নেতাকর্মীদের বিশেষ প্রার্থনা

কোকোর মৃত্যুতে রাঙামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বী বিএনপির নেতাকর্মীদের বিশেষ প্রার্থনা

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মুত্যুতে মঙ্গলবার রাঙামাটির রাজবন বিহারে বিশেষ ধর্মীয় প্রার্থণা সভার আয়োজন করা হয়। বিএনপি ও তার অঙ্গসংগঠনের বৌদ্ধধর্মাবলম্বী নেতাকর্মীরা এ অনুষ্ঠানের আয়োজন করেন।

রাঙামাটির রাজবন বিহারের ধর্মশালায় অনুষ্ঠিত বিশেষ ধর্মীয় প্রার্থনায় সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এডভোকেট দীপেন দেওয়ান, ডাঃ পরেশ খীসা, দেবজ্যাতি চাকমা, রনেন্দ্র চাকমা, রনেল দেওয়ান, শিবলী শান্তি চাকমা, স্বেচ্ছাসেবক দলের জেলা শাখার সভাপতি দেবজ্যাতি চাকমা, রনেন্দ্র চাকমা, রনেল দেওয়ান, সীবলী শান্তি চাকমা, শ্বাশত চাকমা রিংকু, রবি বড়ূয়া, রাহুল চাকমা, বিকাশ চাকমা, রতন বিকাশ চাকমা, ছোটন চাকমা প্রমুখসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বৌদ্ধধর্মাবলম্বী নেতাকমীৃরা।

বিশেষ প্রার্থনায় বিএনপিসহ অঙ্গ সংগঠনের বৌদ্ধধর্মাবলম্বী নেতৃবৃন্দ ধর্মীয় রীতি অনুসারে সংঘদান, অষ্ট পরিস্কার দান ও বিবিধ দানাধি কর্ম সম্পাদন করেন।

এছাড়া অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মীয় রীতিনীতি অনুসারে আরাফাত রহমান কোকো’র আত্নার সদগতি কামনা করার পাশাপাশি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সার্বিক সুস্থতা রক্ষায়ও বিশেষ প্রার্থনা করা হয়। পরে নেতৃবৃন্দ রাজবন বিহার প্রাঙ্গনে মোমবাতি প্রজ্জলন করেন দেশ ও জাতির শান্তি কামনা করা হয়।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত