মঙ্গলবার রাঙামাটি শহরে তবলছড়িতে সড়ক দুর্ঘটনায় ঢাকাস্থ বিজনেস ফাইলের রাঙামাটি প্রতিনিধি, দৈনিক গিরিদপর্ণ পত্রিকার ফটো সাংবদিক ও রাঙামাটি সাংবাদিক ফোরমের সদস্য শিশির দাশ বাবলা গুরুতর আহত হয়েছেন। ভাগ্যক্রমে অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছেন আরেক সংবাদকর্মী এটিএন বাংলা ও দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি পুলক চক্রবর্তী।
জানা যায়, মঙ্গলবার সকালের দিকে রাঙামাটি পৌর চত্তরে আদিবাসী দিবসের সংবাদ সংগ্রহ করতে যাওয়ার পথে সকালে তবলছড়ি মসজিদের সামনে তার মোটর সাইকেলে সাথে একটি থ্রী হুইলার অটোরিক্সার সংঘর্ষে শিশির দাশ বাবলা গুরুতর আহত হন। এসময় শিশিরের সাথে মোটর সাইকেলের পেছনে বসা ছিলেন দৈনিক নয়াদিগন্তের ও এটিএনের প্রতিনিধি পুলক চক্রবর্তী। ভাগ্যক্রমে দুর্ঘটনায় পুলক অক্ষত অবস্থায় রক্ষা পেলেও ফটো সাংবাদিক শিশির দাশ মোটর সাইকেলসহ রাস্তায় উল্টে পড়ে ডান পায়ে গুরুতর জখম হন। পরে রাঙামাটি হাসপাতালের জরুরী বিভাগে নেয়ার পর শিশির দাশের ডান পায়ে ৮টি সেলাই পড়ে। বর্তমানে শিশির দাশ তবলছড়ি মাষ্টার কলোনীর নিজ বাসায় শয্যাশায়ী।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তবলছড়ি মসজিদের সামনে থেকে দুই সংবাদকর্মীই মোটর সাইকেল করে রওয়ানা দিলে একটি থ্রী হুইলার অটোরিক্সা তাদের ওভার টেক করে রাস্তায় উপর হঠাৎ ব্রেক ধরে অপর একটি অটোরিক্সার চালকের সঙ্গে কথা বলতে শুরু করে।
এ সময় আকষ্মিকভারে রাস্তার উপর অটোরিক্সা দাড়িয়ে পড়ায় শিশির দাশ তার মোটর সাইকেল নিয়ন্ত্রন হারান। ফলে ফেছন থেকে তার মোটর সাইকেলের সাথে থ্রী হুইলার অটোরিক্সার সংঘর্ষ হয় এবং মোটর সাইকেলের চালক ও আরোহী দুই সংবাদ কর্মী রাস্তায় উল্টে পড়েন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.