পাহাড় ও সমতলে নিপীড়িত আদিবাসীদের জন্য সহস্র মোমবাতি প্রজ্জলন বিএমএসসি’র

Published: 08 Aug 2016   Monday   

বাংলাদেশের পাহাড়  সমতলে নিপীড়িত আদিবাসীদের জন্য সহস্র মোমবাতি প্রজ্জলন করেছে বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল(বিএমএসসি) খাগড়াছড়ি জেলা কমিটি। সোমবার সন্ধ্যা ৬টায় খাগড়াছড়ি শহরের য়ংড বৌদ্ধ বিহার প্রাঙ্গনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল খাগড়াছড়ি জেলা কমিটির তথ্য ও প্রচার সম্পাদক মংচিংহ্লা মারমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, সংগঠনের কলেজ শাখা সাধারণ সম্পাদক মংক্যচিং মারমা সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএমএসসি জেলা শাখা সভাপতি চাইহ্লাউ মারমা।


পরে খাগড়াছড়ি শহরের য়ংড বৌদ্ধ বিহার প্রাঙ্গনে মৌন মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে সমতলে আদিবাসীদের ভূমি বেদখল এর সংহতি প্রকাশ করা হয়। 


সভাপতি বক্তব্য চাইহ্লাউ মারমা পাহাড়   সমতলে ৩০ লক্ষাধিক জনসংখ্যার মধ্যে ৫৪ টির অধিক বাংলাদেশে বসবাস রয়েছে উল্লেখ করে সিলেটে মৌলভীবাজারে নাহার পুঞ্জি খাসিয়াদের উচ্ছেদ, টাঙ্গাইল মধুপুরে সংরক্ষিত বনাঞ্চল বন ঘোষনার মাধ্যমে আদিবাসীদের উচ্ছেদ ও পার্বত্য চট্টগ্রামে বান্দরবান বগা লেকে বসবাসরত আদিবাসিদের উচ্ছেদ ষড়যন্ত্র প্রতিবাদ জানান।

 

তিনি আদিবাসীদের উপর নিপীড়ত, শোষণ, অত্যাচার ও ভূমি বেদখলের মাধ্যমে আদিবাসীদের উচ্ছেদ বন্ধ করার জন্য সরকারেরও প্রতি দাবী করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত