বরকলে মাস ব্যাপী যুবকদের মৎস্য চাষের উপর প্রশিক্ষণ শুরু

Published: 01 Aug 2016   Monday   

সোমবার বরকল মাস ব্যাপী মৎস্য চাষের উপর প্রশিক্ষণ কর্মশালা উদ্ধোধন করা হয়েছে।

 

উপজেলা পরিষদের পুরাতন হল রুমে উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তর ও স্থানীয় ফুটন্ত গোলাপ যুব বহুমূখী সমবায় সমিতি লিমিটেডের যৌথ উদ্যোগে উদ্ধোধনী অনুষ্ঠানে  উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ হাবিব উল্ল্যাহ। 

 

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয়রতন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন ফুটন্ত গোলাপ যুব বহুমূখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি পুলিন বিহারী চাকমা। মারমা কল্যাণ যুব বহুমূখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মংক্যাচিং মারমা। প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের মৎস্য প্রশিক্ষক রুপক বড়ুয়া। প্রশিক্ষণে ফুটন্ত গোলাপ যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ও মারমা কল্যাণ যুব বহুমুখী সমবায় সমিতির সদস্য ও সদস্যরা অংশ গ্রহণ করেন।

 

প্রধান অতিথি ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ হাবিব উল্ল্যাহ  বলেন, যুবকদের আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেই যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে আসছে। সেই প্রশিক্ষণ নিয়ে অনেক যুবক স্বাবলম্বী হয়েছেন। এ দূর্গম এলাকায় যুব উন্নয়নের বিভিন্ন প্রশিক্ষন ভালো ভাবে রপ্ত করতে পারলে এবং প্রশিক্ষণকে কাজে লাগাতে পারলে এলাকার বেকার যুবকদের বেকারত্ব যেমনি দুর হবে তেমনি আত্ম-সামাজিক অবস্থার পরিবর্তন হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত