জুরাছড়ি নব নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহন

Published: 31 Jul 2016   Sunday   

রাঙামাটি জুরাছড়ি উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন নব নির্বাচিত সংরক্ষিত ও সাধারণ সদস্যরা রোববার শপথ গ্রহন করেছেন।

 

উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জুরাছড়ি ইউনিয়নের নবনির্বাচিত সাধারণ সদস্য ৯ ও সংরক্ষিত মহিলা সদস্য ৩, বনযোগীছড়া ইউনিয়নের সাধারন সদস্য ৯ ও সংরক্ষিত ৩, মৈদং ইউনিয়নের সাধারণ ৯ ও সংরক্ষিত ৩ এবং দুমদুম্যা ইউনিয়নের সাধারণ ৯ ও সংরক্ষিত ৩ জন  সদস্যকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিয়াকত আলী।

 

এ সময় উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী দেওয়ান, থানা অফিসার ইনচার্জ মোঃ ইউসুফ সিদ্দিকী পিপিএম, নব নির্বাচিত ও সাবেক ইউপি চেয়ারম্যানগণসহ সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে সভাপতি বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিয়াকত আলি বলেন, সরকারের কাঙ্খিত লক্ষ অর্জন ও সাধারণ জনসাধারণের মাঝে সূষম উন্নয়ন পৌছানোর লক্ষে সকলে স্বচ্ছতার সাথে কাজ করে যেতে হবে।

 

তিনি আরো বলেন, তৃণমূল পর্যায়ের জনসাধারণ বহু আশা-প্রত্যাশা নিয়ে ইউপি চেয়ারম্যান ও সাধারণ-সংরক্ষিত ওয়ার্ড সদস্যদের নির্বাচিত করেছে। সুতরাং তাদের আশা প্রত্যাশা পুরণের জন্য সামাজিক ভাবে দুনীতি প্রতিরোধ করতে হবে। সকল উন্নয়ন কর্মকান্ডে জনসাধারেণের সংপৃষ্টতার মাধ্যমে উন্নয়নের নিশ্চিত করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত