বেসরকারী টেলিভিশন নিউজ ২৪ এর আনুষ্ঠানিক যাত্রার উপলক্ষে শুক্রবার রাঙামাটিতে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে কেক কেটে আলোচনা সভার সুচনা করেন রাঙামাটি জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নিবার্হী কর্মকর্তা মোঃ এস এম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ, দৈনিক গিরিদর্পণ সম্পাদক ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ কে এম মকছুদ আহমেদ, বাংলাদেশ টেলিভিশনের প্রতিনিধি মোস্তফা কামাল।
স্বাগত বক্তব্যে রাখেন নিউজ ২৪ এর রাঙামাটি প্রতিনিধি ফাতেমা জান্নাত মুমু। এসময় রাঙামাটিতে কর্মরত প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভা শেষে রাঙামাটি জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে নিউজ২৪ এর যাত্রা শুরু উপলক্ষে একটি র্যালী বের করা হয়।
সভায় পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান বলেন, পার্বত্যাঞ্চলে সমস্যা, উন্নয়ন, সম্প্রীতি ও জনস্বার্থতে কাজ করবে নিউজ২৪। এ টিভি চ্যানেল পাহাড়ের পিছিয়ে পড়া সকল জাতিগোষ্ঠী সম্প্রদায়ের সুখ, দুঃখ বাস্তব চিত্র তুলে ধরবে। একই সাথে এলাকায় শান্তি প্রতিষ্ঠা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা ব্যক্ত করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.