বৃহস্পতি খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার ২০১৬-১৭ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। এতে মোট ৮ কোটি ৫৬ লক্ষ ৩৮ হাজার ৬৩৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে।
পৌরসভা টাউন হলে আয়োজিত বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।
মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামছুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গুইমারা রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার ও মাটিরাঙ্গা জোনের সিও লে.কর্ণেল জিল্লুর রহমান ,মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল হারুন।
মাটিরাঙ্গা পৌরসভার ভারপ্রাপ্ত হিসাব রক্ষক প্রশান্ত কুমার সাহা‘এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সচিব অনিল চন্দ্র ত্রিপুরা। অনুষ্ঠানে নাছির আহম্মদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক সুবাস চাকমাসহ ওয়ার্ডের কাউন্সিলর, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
২০১৬-১৭ সালের বাজেট প্রস্তুত ও প্রকাশনা কমিটির আহবায়ক ও মাটিরাঙ্গা পৌরসভার ১ম প্যানেল মেয়র আলাউদ্দিন লিটনের প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের সকলের সহযোগীতা চাওয়ার পর পরই মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামছুল হক ২০১৬-১৭ অর্থ বছরের সর্বমোট ৮ কোটি ৫৬ লক্ষ ৩৮ হাজার ৬৩৮ টাকার বাজেট ঘোষনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী সেবা দিলেই কর পাওয়া যাবে, কর দিলেই পৌরসভার উন্নয়ন করা সম্ভব উল্লেখ করে মাটিরাঙ্গা পৌরসভাকে আধুনিক শহরে উন্নীত করতে জনগনের সহযোগীতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন।
তিনি বলেন, নির্বাচিত হওয়ার দু মাসের মধ্যে মাটিরাঙ্গা পৌরসভাকে ২য় শ্রেনীতে উন্নীত করায় বর্তমান মেয়র মো: শামছুল হকের সামর্থের প্রতি আস্থা রেখে, উন্নয়নের ক্ষেত্রে যে সকল বড় প্রকল্প পৌরসভার একক অর্থায়নে বাস্তবায়ন সম্ভব নয়, সে গুলো জেলা পরিষদ থেকে বাস্তবায়নে সহযোগিতা করা হবে।
পরিষদ চেয়ারম্যান দেশব্যাপী জঙ্গীবাদের অপতৎপরতাকে মোকাবেলায় সজাগ থেকে দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশনেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। তিনি সময় মতো পৌর কর পরিশোধ ও পৌর সভার উন্নয়নে নেয়া প্রকল্প বাস্তবায়নে পৌর বাসিন্দা সকলকে সহায়তা করার আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.